Business, News, Education, Health, Technology, Software, Sports, Music, Video, Movies, Fun and More

NTRCA এর বিরুদ্ধে দায়ের করা রিটের রায়ে কিছু সম্ভাবনা

কিছু সম্ভাবনাঃ (About: NTRCA)

১। রিটাকারীদের অগ্রাধিকার দিয়ে রায় আসবে। সেটাই যুক্তিগত, যদিও আমি রিট করি নাই।
২। অন্য সবারও চাকরি হবে। হয়তো রায়ে নির্দেশনা থাকবে, নয়তো রায়ের পরে ননরিটকারীদের আদালতের দ্বারস্থ হওয়া লাগবে।
৩। ১২তম রা ১-১২ তমদের আওতায় রায় পাবে।
৪। ১৩তমদের তাদের নতুন রিটের জন্য কিছুদিন বিলম্বে চাকরি হতে পারে কিন্তু তাদের সবার চাকরি হবে।
৫। এনটিআরসিএ আরো সময় আবেদনের প্যাঁচ লাগাতে পারে। ফলে এবছরে রায়ের সম্ভাবনা ক্ষীণ। আশাকরি দক্ষ ব্যারিস্টার নিয়োগের সুফলে আমাদের রায়টা এবছরে হবে।
৬। যাদের মার্কস বেশি তারা সেফ জোনে থাকবেন, যদি কোন অপ্রীতিকর ঘটনা ঘটে। তবে মনে হয় ঘটবে না, সবারই চান্স আছে।

#সাপ্লিমেন্টারি বা সংযোজন বা সংশোধন যাই বলুন, আদালত নিজস্ব যুক্তিতে রায় দিবে। এখনই কারো হতাশ হবার কারণ নেই। পূর্বের অন্যান্য বিষয়ের রিট এর রায় থেকে পর্যবেক্ষণ করতে পারেন, ভরসা খুঁজে পাবেন। সবাই আশা বাচিঁয়ে রাখুন। রিটকারীরা আপনাদের বলছি, আপনাদের কারণে ননরিটকারীরাও আপনাদের সাথে চাকরি পেলে অখুশি হওয়ার কিছু নেই। অনেকে হয়তো অনেক কারণে রিটে আসেনাই, কিন্তু অনেকেতো আন্দোলনে সাথে ছিল। আরেকটা কথা, রিটকারীরা আগে নিয়োগ পেলে ননরিটকারীদের ঈর্ষা করার কোন কারণ দেখছিনা। সবাই সম্প্রীতি বজায় রেখে চলুন, আর প্রার্থনা করুন। দুনিয়াতে সবাই নেতা নয়, কেউ না কেউ নেতৃত্ব দিয়ে পথ দেখাবেই, তাদের সন্মাণ করুন, উৎসাহ দিন। ভাল থাকুন

------------
মোঃ আসাদুজ্জামান (লিংকন)
বিএসসি, এমএসসি (গণিত)
প্রথম বিভাগ।
কেউ কপি করবেন না। (Please Do not copy)

No comments:

Post a Comment

Thank you for visiting this site